Print Date & Time : 24 August 2025 Sunday 5:40 pm

কলাপাড়ায় যুবকের আত্মহত্যা

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় আলী পন্ডিত ( ৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৯ মে) সকালে উপজেলার মহিপুরে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পেশায় জেলে আলীর সঙ্গে প্রায়শ:ই স্ত্রীর ঝগড়াঝাঁটি হতো বাড়িতে। বৃহস্পতিবার সকালে হঠাৎ দু’জনের মধ্যে ঝগড়া হয়। এর পরে স্ত্রী বাড়ি থেকে বেড়িয়ে গেলে সে নিজ ঘরে একা আড়ার সাথে গলায় ফাঁস দেয়। কিছুক্ষণ পরে নিহতের বড় বোন তাকে খোঁজাখুঁজির পরে ঘরে ঝুলন্ত দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, খবর পাওয়ার সাথে সাথে হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//