গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): দক্ষিণ উপকূলের খ্যাতিমান সাংবাদিক, পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ভজহরি কুন্ডু’র ৭ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করে কলাপাড়া প্রেসক্লাব।
প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির’র সভাপতিত্বে ও সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু’র সঞ্চালনায় স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শামসুল আলম, সাংবাদিক এনামুল হক, অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, জসিম পারভেজ, মিলন কর্মকার রাজু প্রমূখ।
স্মরনসভায় বক্তারা প্রয়াত সাংবাদিক ভজহরি কুন্ডু’র গনমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের কথা স্মরণ করেন।
এর আগে প্রয়াত সাংবাদিক ভজহরি কুন্ডু’র বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উল্লেখ্য, উপকূলের সাড়া জাগানো সাংবাদিক ভজহরি কুন্ডু দৈনিক সংবাদ ও সকালের খবর পত্রিকার নিজস্ব প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//