পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারী) সকালে বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান সিআইপি মিলনায়তনে এসে মিলিত হয়।
পরে প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ওসি মোঃ আলী আলী আহম্মেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শামসুল আলম, সাবেক সম্পাদক মোহসীন পারভেজ, নেছার উদ্দিন আহমেদ টিপু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু।
অনুষ্ঠান শেষে কেক কেটে ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান স্মরনীয় করে তোলেন অতিথিরা।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post