গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় ডিলারের কাছ থেকে সিনজেনটা কোম্পানির ড্রাগন তরমুজ বীজ কিনে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী চাষিরা।
আজ বৃহষ্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার ধানখালী ইউপি’র লোন্দা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী কৃষক পরিবারের শতাধিক নারী পুরুষ ও শিশুরা অংশ গ্রহন করে।
কৃষকরা জানান, স্থানীয় সিনজেনটা ডিলারের মাধ্যমে ৩ হাজার টাকা করে ড্রাগন জাতের বীজ প্যাকেজ ক্রয় করে ক্ষেতে বপন করেছে প্রায় অর্ধশতাধিক তরমুজ চাষি। সইনজএনটআর এ ড্রাগন বীজ বপন করেও কৃষকের ক্ষেতে ছোট জাতের তরমুজের ফলন হয়েছে। যা বাজারজাত করতে পারেনি কৃষকরা। ফলে তরমুজ চাষীদের প্রায় অর্ধকোটি টাকার লোকসান হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন
Discussion about this post