গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র জায়গা অবৈধ ভাবে দখল করে স্ট্যাম্পের মাধ্যমে পজিশন ক্রয়-বিক্রয়ের অভিযোগ উঠেছে।
উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের বেড়িঁবাধ সংলগ্ন পাউবো’র জায়গা ভাই ভাই ব্রিকস নামের একটি প্রতিষ্ঠান দখলে নিয়েছে।
এছাড়া বেড়িবাঁধের পাশে বসবাসরত ভূমিহীনদের নিকট থেকে পজিশন ক্রয় করছে ওই প্রতিষ্ঠানটি। যুব উন্নয়নের নামে একটি ঘেরও দখলে নিয়েছে তারা, এমনই অভিযোগ স্থানীয়দের। এনিয়ে এলাকাবাসীর মাঝে উৎকন্ঠা ও সংশয় সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন প্রায় কয়েক একর জায়গা অবৈধভাবে দখলে নিয়েছে স্থানীয় ভাই ভাই ব্রিকস নামের একটি প্রতিষ্ঠান। তারকাঁটা ও টিনের বেড়া দিয়ে সেই জায়গাগুলো দখলে রেখেছে। আর কিছু কিছু জায়গায় টিনের ঘর তুলে ইট ভাটার শ্রমিকদের বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন। বেড়িবাঁধের পাশে বসবাসরত ভূমিহীনদের কাছ থেকে ষ্ট্যাম্পের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের জায়গার পজিশন ক্রয় করে তা দখলে নিচ্ছেন তারা। পরে বেড়িবাঁধের পাশে স্থায়ী পাকা ভবন উঠিয়ে তা ব্যক্তিগত অফিস হিসেবেও ব্যবহার করছে তারা। ভাই ভাই ব্রিকস’র ইট ভাটার সামনে যুব উন্নয়নের নামে এ ঘেরটিকে অবৈধভাবে দখলে নিয়েছে ওই প্রতিষ্ঠানটি।
এবিষয়ে ভাই ভাই ব্রিকস’র স্বত্তাধিকারী আমান মৃধা’র নিকট মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, আমার রেকর্ডিয় জমির দাগের মাথায় এ ঘেরটি অবস্থিত তাই তা দখলে নিয়েছি। তবে, পানি উন্নয়ন বোর্ডের জায়গা ক্রয় করে দখলে নেয়ার বৈধতা আছে কিনা জানতে চাইলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
টিয়াখালী ইউনিয়নের ১ নং নাচনাপাড়া ওয়ার্ডের সদস্য মো. সোবাহান বলেন, বেড়িবাঁধের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বসবাসরত ভূমিহীনদের নিকট থেকে ষ্ট্যাম্পের মাধ্যমে জমি ক্রয় করছে ভাই ভাই ব্রিকসের মালিক আমান মৃধা। পরে সেই জায়গায় তারকাঁটা ও টিন দিয়ে বেঁড়া দিয়ে দখলে নিচ্ছে। এছাড়া যুব উন্নয়নের একটি ঘেরও দখলে নিয়েছে। কিভাবে আর কোন শক্তির মাধ্যমে তারা এ অবৈধ কাজগুলো করছে তা আমাদের বোধগম্য নয়।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়া জোনের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হলাম। সরকারি জায়গা ক্রয়-বিক্রয় কিংবা অবৈধভাবে দখলের কোন সুযোগ নেই। এটি সম্পূর্ণ অবৈধ কাজ। খুব শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক দেশতথ্য// এইচ//
প্রিন্ট করুন
Discussion about this post