পটুয়াখালীর কলাপাড়ায় আকলিমা বেগম (৬০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী।
পরিবারের দাবী পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় ইউ.ডি মামলা হয়েছে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক তাইয়েবুর রহমান জানান, পারিবারিক দ্বন্দ্ব থেকে আকলিমা বেগম আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে তিনি প্রাথমিক ভাবে ধারণা করছেন।
দৈনিক দেশতথ্য//এইচ//