১১৪ পটুয়াখালী-০৪ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক নীহার রঞ্জন সরকার মিল্টন কলাপাড়ায় গণসংযোগ করেছেন।
গত এক সপ্তাহ ধরে তিনি কলাপাড়া, পায়রা বন্দর, রাঙ্গাবালী, মহিপুর, কুয়াকাটাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারের উন্নয়ন ও সাফল্যের লিফলেট বিতরণ করেন। এসময় তার সঙ্গে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নিহার রঞ্জন সরকার মিল্টন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের সর্বস্তরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। তাই আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করে বর্তমান সরকারের এই উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে হবে। অন্যথায় স্বাধীনতা বিরোধী জামাত বিএনপি চক্র রাষ্ট্র ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলোয় মিশিয়ে দিয়ে তারা দেশকে পাকিস্তান বানিয়ে ফেলবে।
দৈনিক দেশতথ্য//এইচ//