Print Date & Time : 12 September 2025 Friday 11:44 pm

কলাপাড়ায় যুবলীগ সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা যুবলীগ সভাপতির
বিরুদ্ধে ১০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

চাঁদা দাবির অভিযোগের ভিত্তিতে লঘু রাখাইন মংতেন তালুকদারের দায়েরকৃত নালিশী মামলা পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আশীষ রায়ের আদালত রবিবার (১৪আগষ্ট) এ আদেশ প্রদান করেন।
আদালতের বেঞ্চ সহকারী মো: মাহবুব মিয়া ও বাদী পক্ষের নিযুক্তীয় কৌশুলী
অ্যাডভোকেট বিএইচ তালুকদার সুমন এ তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মংলাতেন ব্যাংক থেকে টাকা উত্তোলনের
জন্য চেক বই নিয়ে ২রা জুলাই ২০২৩ সকালে বাড়ী থেকে শহরে এলে যুবলীগ
সভাপতি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল তাকে ফোনে তার
বাসায় ডেকে নেন। এসময় তার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন তিনি।
চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধর করে তার কাছ থেকে রুপালী ব্যাংক লি: কলাপাড়া শাখার ৬৩২৭ হিসাব নম্বরের চেক বই জোরপূর্বক ছিনিয়ে নেন এবং তার ইচ্ছার বিরুদ্ধে তিনটি নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর নেন।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি মো: শফিকুল আলম বাবুল বলেন, ’মংলাতেনের
কাছে আমি ১৭ লক্ষ টাকা পাবো। সে আমাকে স্বেচ্ছায় চেক ও ষ্ট্যাম্প দিয়েছে।
এরপর দীর্ঘদিনেও টাকা না দেয়ায় আমি তার বিরুদ্ধে চেক ডিজনার আইনে মামলা
দিয়েছি। আদালত তাকে সমন দেয়ার পর আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।’

দৈনিক দেশতথ্য//এইচ//