গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি কাজের সুবিধার্থে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সরকারী খালের সব ধরণের লীজ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে নীলগঞ্জ ইউনিয়নের কৃষকরা।
আজ রবিবার সকাল ১০টায় নীলগঞ্জ ইউনিয়নের কৃষকবৃন্দের আয়োজনে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়ক প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কৃষকদের দাবি, জীবন জীবিকার জন্য চাষাবাদ করা বোরো ধান ও সবজির ক্ষেত রক্ষায় পাখিমারা খালের সব ধরণের লীজ বাতিল করা সহ খাল কৃষকের নিয়ন্ত্রণে রাখা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ৫নং নীলগঞ্জ ইউনিয়ন আদর্শ কৃষক সমিতি’র সভাপতি জাকির গাজী, সাংগঠনিক সম্পাদক সুলতান গাজী, আইপিএম সভাপতি আলাউদ্দিন শিকদার, কৃষক ইমন আল আহসান প্রমূখ।
কৃষকরা বলেন, পাখিমারা খালসহ ইউনিয়নের সব খালের লীজ বাতিল করে কৃষি কাজের সুবিধার্থে সরকারী খাল কৃষকের নিয়ন্ত্রণে দিয়ে কৃষি কাজে সহযোগিতা করতে হবে। কেননা এই নীলগঞ্জ ইউনিয়নের কৃষি দিয়ে উপজেলার কৃষি চাহিদা মিটিয়ে পাশ্ববর্তী জেলার বিভিন্ন সবজির চাহিদা মেটানো হয়। খালের লীজ বাতিল না করা হলে অচিরেই নোনা পানির কারণে কৃষিকাজ ব্যাহত হয়ে পুরোপুরি কৃষিকাজ বন্ধ হয়ে যাবে। তাই প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় খালের লীজ বাতিল করে কৃষকদের সহযোগিতার অনুরোধ জানান তারা।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post