Print Date & Time : 12 September 2025 Friday 11:17 pm

কলাপাড়ায় শিক্ষার্থীর লাশ উদ্ধার

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় শিশু শিক্ষার্থী লামিয়া (১৩) এর লাশ তার নিজ ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু শিক্ষার্থী লামিয়া সোবাহান সিকদার মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনি ছাত্রী। সে বাবা মো. সোহাগ হাওলাদার গত আট বছর ধরে ইটবাড়িয়া গ্রামে পরিবার নিয়ে একটি বাসায় বসবাস করে ইটভাটায় কাজ করে চলছেন। শনিবার ঘটনার দিনে ঘরের আড়ায় সাথে ওড়না পেঁচানো অবস্থায় শিশু শিক্ষার্থী লামিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করা হয়।

কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, শিশু শিক্ষার্থী লামিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় রবিবার কলাপাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//