Print Date & Time : 13 September 2025 Saturday 9:09 am

কলাপাড়ায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ার মৎস্যবন্দর মহিপুরে হাজমুনা (১৬) নামে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে নিজেদের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার মো: নজরুল খানের মেয়ে এবং মহিপুর কো-অপ্ট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। এ ঘটনায় মহিপুর থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে।

মহিপুর থানার ওসি মো: ফেরদৌস জানান, হাজমুনার লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

দৈনিক দেশতথ্য//এইচ//