Print Date & Time : 23 August 2025 Saturday 1:31 pm

কাউন্সিলরের বাসায় হামলার প্রতিবাদে সিসিকের কর্মবিরতি পালন 

সিলেট অফিস: সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের বাসায় হামলার প্রতিবাদে ১ ঘন্টা কর্মবিরতি পালন করেছে সিলেট সিটি কর্পোরেশন।

আজ রবিবার নগর ভবনসহ একই সাথে নগরীর ৪২টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ১ ঘন্টা করে মোট ৫৭ ঘন্টা কর্মবিরতি পালন করা হয়।

স্হানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ সংশ্লিষ্ট কর্মচারীরা স্বতঃস্ফূর্ত ভাবে এ কর্মবিরতি পালন করে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ভাটাটিকর এলাকায় কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।

হামলার ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী উদ্বেগ প্রকাশ করেছেন। এ ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে আন্দোলনে নেমেছে।

এছাড়াও আগামী ১ জুলাই সোমবার টিলাগড় পয়েন্টে অবস্থান কর্মসূচি ও ২ জুলাই মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩০ জুন২০২৪