Print Date & Time : 24 August 2025 Sunday 11:23 am

কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি সিদ্ধিরগঞ্জে 

মুহাম্মাদ রুমান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ,  (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে সিদ্ধিরগঞ্জে ঢাকা বিভাগীয় ট্যাংকলরি মালিক সমিতির (জেড এ-১) সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়াকে।

 রবিবার ভোরে গোদনাইলে তার বাসার সামনে কে বা কাহারা একটি প্যাকেট করে কাফনের কাপড়,সাবান,আতর, আগরবাতি রেখে যায়। এতে লেখা আছে, “অকিল তুই দুনিয়া থেকে বাহির হ, এই লও, প্রস্তুত থাক।” এ ব্যাপারে অকিল ভুইঁয়া রবিবার বিকালে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারন ডায়রি করেছেন।

গোদনাইল বার্মাইর্ষ্টান এলাকায় পদ্মা ওয়েল কোম্পানির ডিপো অবস্থিত। এখান থেকে নয় হাজার লিটার ধারন ক্ষমতার ১২৭টি ট্যাংকলরি ঢাকা বিমান বন্দর টার্মিনালে বিমানের জ¦ালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত। প্রভাশালী কয়েকজন জ্বালানি তেল পরিবহন ব্যবসায়ী কোম্পানিকে পাঁচ লক্ষ টাকা জামানত দিয়ে বিশ হাজার লিটার ধারন ক্ষমতার ট্যাংকলরি চালুর পায়তারা করছে। শনিবার সমিতির এক সভায় জানানো হয় এতে সাধারণ পরিবহন ব্যবসায়ী, ড্রাইভার ও শ্রমিকগণ ক্ষতি গ্রস্ত হবে। অকিল ভুঁইয়া সভায় জ¦ালানি তেল পরিবহনে বিশৃংখলার অশংকায় বিশৃংখলাকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। 

অকিল ভুঁইয়ার বোনের স্বামী শরিফুজ্জামান জানান,“ভোরে মসজিদ থেকে ফজর নামাজ পড়ে আমরা বাসাই যাই। সকাল ৭ টায় বৃষ্টির পর বাসার সামনে কাফনের কাপড়ের প্যাকেটটি পাওয়া যায়। সাধারন ব্যবসায়ীদের পক্ষে নেতৃত্ব দেওয়ার কারনে  যে কেউ ঘটনাটি ঘটাতে পারে।”

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, “ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেডের চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক (অপারেশন্স) আসিফ মালিক জানান, “ ট্যাংকলরির ধারন ক্ষমতা পরিবর্তনের কোন সিদ্ধান্ত হয়নি। তাই বিশৃংখলা হওয়ার সুযোগ নাই।”

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩১ মার্চ ২০২৪