রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালীঃ ১৬ দফা দাবি আদায়ে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন কারিগরি বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২২’আগস্ট) সকালে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ হৃদয় তরুয়া চত্বরে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা বলেন, গত ২১ আগষ্ট কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে ১৬ টি দাবি সম্বিলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে। যেখানে আগামী ২৫ আগষ্টের মধ্যে দাবি গুলো বাস্তাবায়নে ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানানো হয়। তাদের দাবির আলোকে যে সকল দবি কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন যোগ্য তা পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ গ্রহনের জন্য গত ২১ আগষ্ট কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আজিজ তাহের খান স্বাক্ষরিত পরিপত্র জারি করা হয়।
দ্রুত সময়ে তাদের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে তারা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসুচি চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের ১৬ দফা দাবিগুলো হলো ১। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবকে দ্রুত অপসারণ করতে হবে।
২। কারিগরি পদে নন কারিগরি জনবল নিয়োগ বন্ধ করতে হবে। ৩। ২০২১ সালের ক্রাফট ইন্ট্রাক্টর পদে নিয়োগকৃত ২১৮১ জনের জনবলকে আগামী ২৫ তারিখের মধ্যে কর্মস্থল থেকে প্রত্যাহার করতে হবে। এবং অধিদপ্তরে কর্মরত সংযুক্ত ক্রাফট ইন্ট্রাক্টরগণকে একই সময়ের মধ্যে প্রত্যাহার করতে হবে।৪। ২০২১ সালের নিয়োগকৃত ক্রাফট ইন্সট্রাক্টরদের যে নিয়োগবিধির ধারার আলোকে নিয়োগ প্রদান করা হয়েছিল সেই নিয়েগবিধি সংশোধন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।৫। শিক্ষক নিয়োগ বাধা দান এ ক্রাফট ইন্সট্রাক্টদের করা অবৈধ মামলা ভুত প্রত্যাহার এবং তাদের বিচারের আওতায় আনতে হবে। ৬। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে চলমান নিয়োগের আলোকে জুনিয়র ইন্সট্রাক্টর/ ইন্সট্রাক্টর পদের নিয়োগের দ্রুত ফলাফল প্রকাশ করাতে হবে।৭। জুনিয়র প্রভাষক, প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পেটার্ন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে।৮। প্রতিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে ডিপ্লেমা ইঞ্জিনিয়ারদের বিএসসি করার সুযোগ থাকতে হবে এবং আসন সংখ্যা সংরক্ষিত থাকতে হবে এবং ভর্তি পরীক্ষা পদ্ধতি আলাদা হতে হবে।৯। সতন্ত্র কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।১০। ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট) প্রতিটি বিভাগের আসন সংখ্যা দ্বিগুন করতে হবে।১১। কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দ্রুত অপসারণ করতে হবে।১২। বেসরকারি প্রতিষ্ঠানের জন্য সরকারি স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ করতে হবে।১৩। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির ক্ষেত্র বৃদ্ধি করতে হবে।১৪। সরকারি ব্যবস্থাপনায় ডিপ্লোমা প্রকৌশলীদের বিদেশে চাকরির ব্যবস্থা করতে হবে।১৫) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্যোক্তায় উৎসাহিত করার জন্য সল্প সুদে ঋণের ব্যবস্থা করতে হবে।১৬। গ্রাফিক ডিজাইন, প্রিন্টিং, গ্রাস, সিরামিক, টেকনোলজি পাসকৃতদের সরাসরি ১০ম গ্রেডে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ প্রদান করতে হবে।

Discussion about this post