মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে গলায় রশি দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রহস্যজনক মৃত্যু ভেবে লাশের সুরতহাল শেষে মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। ঘটনাটি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামেই ঘটেছে।
থানা ও স্থানীয়দের সুত্রে জানাগেছে, বিষ্ণুপুর গ্রামের মৃত্যু কেসমত আলী গাজীর ছেলে আব্দুস সামাদ গাজী (৭০) বাড়ির পাশে গোপাল মাষ্টারের কাঠাল গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার এ ঘটনাটি শুক্রবার (২৬ জুলাই) ভোরে ঘটেছে বলে তার ছেলে সুমন গাজী ও বাবু গাজী ও স্থানীয় গ্রাম পুলিশ আব্দুল্লাহ জানান।
খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান, ডিএসবির কর্মকর্তা শাখাওয়াতসহ সঙ্গীয় ফোর্স সকাল সাড়ে ৮ টায় ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ নামিয়ে সুরতহাল শেষে মর্গে পাঠিয়েছে। আলামত হিসাবে একটি বাশের মৈ, নতুন লাইলন দড়ি, স্যান্ডেল ও পরিহিত পাঞ্জাবি, টুপি, লুঙ্গি জব্দ করেছে পুলিশ।
জানাগেছে এই আব্দুস সামাদ মূলত পার্শ্ববর্তী কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা। গত দুই বছর পূর্বে তিনি বিষ্ণুপুর মৌজায় জমি ক্রয় করে সেখানেই পৃথক দুটি ঘর বেঁধে স্ত্রী, ছেলে ও ছেলের বউদের নিয়ে বসবাস করে আসছিলো। বয়োবৃদ্ধ আব্দুস সামাদের এমন মৃত্যু দেখতে শতশত মানুষ ভিড় জমাতে থাকে। শুক্রবার সন্ধ্যায় তার দাফন সম্পন্ন হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post