সাতক্ষীরার কালিগঞ্জে ২ হাজার ৫০ লিটার ভেজাল মধুসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে এই অভিযান চালানো হয়।
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া নারী কৃষ্ণনগরের কামাল হোসেনের স্ত্রী। শুক্রবার (১৪ জুলাই) সকাল ১০ টায় কালিগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চৌকস পুলিশ কর্মকর্তা মোঃ আমিনুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান, উপ পরিদর্শক মিলন বিশ্বাস প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, কৃষ্ণনগর এলাকায় অভিযান চালানোর সময় মরিয়ম বেগমের স্বামী কামাল হোসেন পালিয়ে যাওয়ার পর ধরা পড়ে মরিয়ম। তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির ভিতরে লুকিয়ে রাখা ২ হাজার ৫০ লিটার ভেজাল মধু জব্দ করা হয়। আসামীর কাছ থেকে ভেজাল মধু তৈরীর মেশিন, চিনি সহ বিভিন্ন রাসায়নিক জব্দ করা হয়েছে। মরিয়ম জানিয়েছেন জব্দকৃত মধুর বাজার মূল্য আনুমানিক ১০ লাখ ২৫ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত আসামীকে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামীসহ ভেজাল মধু প্রস্তুতে সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কালিগঞ্জ থানায় ১৪ জুলাই-২৩ তারিখে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(সি)/২৫ ডি ধারায় মামলা দায়ের হয়েছে, মামলা নং ১৭।
এবি//দৈনিক দেশতথ্য বাংলা//জুলাই ১৪,২০২৩//

Discussion about this post