ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর বাজারের গরুর হাট হাইকোর্টের আদেশ অমান্য করে জোড়পূর্বক দখল করে নিয়ে ইজারা আদায় করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।
জামালপুর গরুর হাট ইজাদারের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতার সাথে আলোচনা করে গত ১১৮নভেম্বর মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে একটি লিখিত অভিযোগ প্রদান করা হয় ।
বিএনপি’র যুগ্ন সম্পাদক রহুল কবির রিজভী, গাজীপুর জেলা বিএনপি,বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হুমায়ুন কবির খান নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর সভার মেয়র মজিবর রহমানসহ বিষয়টি বিএনপি’র অন্যান্য নেতাদের জানানো হলেও কোন সুরহা না হওয়ায় গত ডিসেম্বর মাসে হাইকোটে একটি রীট করেন ইজারাদার হাজী আব্দুর রহমান। হাজী আব্দুর রহমানের হাইকোর্টে রীট আবেদনে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালিয়াকৈর থানার ওসি ও কাজী মোশারফ হোসেন রবিন, জাকির হোসেন লুবানসহ আটজনকে বিবাদী করেন।
রীট আবেদনে বিচার বিভাগীয় বেঞ্চ গত ১৮ ডিসেম্বর আদেশে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনকে দখল মুক্ত করে ইজাদারদের বুঝিয়ে দেওয়ার আদেশ দেন। কিন্তু অভিযোগকারী হাইকোটের আদেশ সংশিষ্ট জেলা প্রশাসনসহ সকল বিবাদিদের কাছে অনুলিপি দেওয়া হলেও দখলকারীরা গরুর হাট ছেড়ে না দিয়ে প্রতি হাটেই ইজারা সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছে বলেও বাদী অভিযোগ করেন তিনি। অভিযোগকারী হাজী আব্দুর রহমানের এ গরুর হাটের ইজাদারের ইজারার মেয়াদ আগামী এপ্রিল মাস পর্যন্ত রয়েছে বলেও অভিযোগে উল্লেখ্য করেন।
অভিযোগকারী হাজী আব্দুর রহমান বলেন, শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই একটি রাজনৈতিক দলের নেতার নির্দেশে দলীয় নেতাকর্মীরা জামালপুর গরুর হাট দখলে নেয়। এ নিয়ে গ্রাম্যভাবে মীমাংসা করতে ব্যর্থ হয়ে হাইকোটে একটি রিট আবেদন করি। সেই আবেদনে আদালত সংশিষ্ট প্রশাসনকে দখল মুক্ত করে দেওয়ার নিদের্শ দেওয়া হলেও এখন পর্যন্ত কোন উদ্যোগ না নেওয়াতে আমরা হতাশায় ভুগছি।
এবিষয়ে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশারফ হোসেন রবিন বলেন, এ বিষয়টি আমি অবগত নই। তবে জামালপুর গরুর হাট ইজারা নেওয়া ব্যক্তিরাই ইজারা সংগ্রহ করছে বলে জানি। তবে আওয়ামী লীগসহ কিছু নেতাকর্মীরা আমাদের সম্মান নষ্ট করার জন্য নানা তৎপরতা করছে।
কালিয়াকৈরের ইউএনও কাউছার আহাম্মেদ জানায় গরুর হাট নিয়ে উচ্চ আদালত থেকে একটি পেয়েছেন। ওই আদেশ বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।