ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর মৌচাক তেলিরচালা এলাকায় অগ্নিকান্ডে শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার দুপুরে একটি কলোনীতে বেলা ৩ টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
কলোনীর লোকজন সুত্রে জানা গেছে, উপজেলার মৌচাক তেলিরচালা এলাকার আবু সুফিয়ান মিয়ার কলোনেীতে আগুল লাগে এবং তাৎক্ষনিক আগুন পাশের অন্যান্য কলোনীতে ছড়িয়ে পড়ে। এতে সুফিয়ানের ২২টি রুম পুড়ে যায়। স্থানীয়রা ফয়িারসার্ভিনে খবর দিলে সংবাদ পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। ফায়ার সার্ভিসের লোকবল কম হওয়ায় পাশের থাকা অন্যান্য ঘরে আগুন ছড়িয়ে পড়ে ।
এসময়ে সুফিয়ানের ২২টিসহ আরও ৭০থেকে ৮০টি রুম পুড়ে ছাই হয়ে যায়। । তবে বর্তমানেও আগুন নিয়ন্ত্রনের কাজ চলছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারন জানা যায়নি।
কালিয়াকৈর উপজেলা পরিষদের নবনির্বাচিত সেলিম আজাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্তনের জন্য সার্বিক সহযোগীতা করেন।
কলোনীর মালিক সুফিয়ান বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার তারটিয়া গ্রামের নওশাদ আলীর ছেলে।
কলোনির বাসিন্দা গার্মেন্টস কর্মী লতিফ মিয়া, সারোয়ার, সুফিয়ান, সাজু মিয়াসহ অনেকেই জানান, আমরা নামাজ পড়তে গেছি তখন হঠাৎ আগুন লাগে। আসতে আসতেই আগুন সব কিছু পুরে ছাই করে দিছে। কারখানা থেকে এসে দেখি আমার ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। চাউল, ডাউল সবজি সব শেষ। এখন আমরা খাবো কি। থাকবো কোথায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, শুক্রবার দুপুর ১টা ১৫মিনিটে ওই কলোনিতে আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় দুপুর ২টা ১৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার আহাম্মেদ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি বলেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্থ্যদের সাথে কথা বলে তাদের ৮৮জনের নামে তাািলকা তৈরি করেছি। ক্ষতি গ্রস্থ্যদের প্রত্যেককে নগদ সাত হাজার টাকা করে দেওয়া হচ্ছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post