গাজীপুরের কালিয়াকৈরে কারখানার একটি ভবনের কাজ করার সময় ৬তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার পূর্বচন্দরা বোর্ডমিল এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক কিশোরগঞ্জের সদর উপজেলার দানাপাটুলিয়া এলাকার আব্দুল মান্নাফের ছেলে মো হামিদুর রহমান (৩৫)। তিনি ওই কারখানার রং দেওয়ার কাজ করছিলেন।
এলাকাবাসী, কারখানা শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা বোর্ডমিল এলাকায় লিডা ফ্যাশন এন্ড ডাইং লিমিটেড নামের একটি পোষাক কারখানায় ভবন মেরামতের কাজ চলছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই কারখানার ৬তলা ভবনের ছাদে কাজ পরিদর্শন করতে যান শ্রমিক হামিদুর রহমান। এ সময় পা পিছলে ৬তলা ভবনের ছাদ থেকে নীচে পড়ে যায়। পরে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাফসান চৌধুরী জানান, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২৩,২০২৩//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post