Print Date & Time : 24 August 2025 Sunday 12:03 am

কালিয়াকৈরে যুবকের লাশ উদ্ধার

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার সকালে উপজেলার ডুবাইল চরপাড়া এলাকায় নিহতের লাশ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ডুবাইল চরপাড়া এলাকায় গতকাল রোববার সকালে বান্দাবাড়ী সড়কের পাশে এক লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পা ভাঙ্গা অবস্থায় নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৩০ বছর। তাৎক্ষণিকভাবে নিহতের পুরিচয় পাওয়া যায়নি। তবে তার পরণে ছিল পিংক রংয়ের প্যান্ট ও ফুলহাতা শার্ট। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কে বা কাহারা অন্য কোথাও হত্যার পর তাকে ওই স্থানে ফেলে রেখে গেছে।

কালিয়াকৈর থানার ওসি অপারেশন যোবায়ের আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//