Print Date & Time : 24 August 2025 Sunday 10:48 pm

কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধার রফিকুল ইসলাম মাস্টার বৃত্তি পুরস্কার বিতরণ

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল):
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার তালতলা এলাকায় বীর মুক্তিযোদ্ধার রফিকুল ইসলাম মাস্টার বৃত্তি পুরস্কার বিতরণ, কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকাল ৯ টা ৩০ মিনিটে উপজেলার তালতলা এলাকায়, বীর মুক্তিযোদ্ধার রফিকুল ইসলাম মাস্টার ফাউন্ডেশন
আয়োজিত, মাদার চাইল্ড কিন্ডার গার্ডেন এন্ড স্কুল মাঠে এটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বি এস সি গ্রুপের ফাউন্ডার এন্ড সি,ই,ও আলহাজ্ব মোঃ সোলায়মান।

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাস্টার ফাউন্ডেশনের সভাপতি মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় উইপি চেয়ারম্যান মোঃ মাসুদ তালুকদার।

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন,অধ্যক্ষ লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজ ও অধ্যক্ষ পরিষদ টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী সরকার। বাংলাদেশ কমিউনিস্ট ঘাটাইল শাখা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হাবিবুর রহমান। আনেহলা ইউপি সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, নূরানী কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার এম.এ.মিয়া সুমন, টাঙ্গাইল জেলা শাখা সেবক সংগঠনের সহ-সভাপতি মোঃ হালিমুর রশিদ রিপন, টাঙ্গা জেলা শাখার সেবক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন।
সিঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়ের গর্ভনিং বডির সদস্য মোঃ শফিকুল ইসলাম সবুজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাষ্টার ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।

দৈনিক দেশতথ্য//এইচ//