Print Date & Time : 12 September 2025 Friday 11:40 pm

কালিয়াকৈরে অবরোধে যানবাহন সংকট, দূর্ভোগে মানুষ

বিএনপির ডাকা অবরোধের প্রথম দিনে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন সংকট ছিল।
আর যানবাহন সংকটে গতকাল বুধবার দিন ব্যাপী চরম দূর্ভোগে পড়েন মানুষ। তবে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ থাকলেও আতঙ্কে চলাচল করছেন কর্মজীবিরা।

এলাকাবাসী, পরিবহন শ্রমিক-যাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির ডাকা তৃতীয় ধাপে ৪৮ ঘন্টা হরতাল-অবরোধের প্রথম দিনে গতকাল বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় বিএনপির নেতাকর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধে মিছিল ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপির কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুলসহ আট বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এ সময় বাকী নেতাকর্মীরা দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এছাড়া আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে সকাল থেকে দুরপাল্লার বাস দেখা না গেলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিছুু স্থানীয় যানবাহন চলাচল করে। এছাড়াও পুরোপুরি অবৈধ অটোরিকশা-সিএনজিসহ ছোট যানবাহনের দখলে ছিল মহাসড়কটি। পরিবহন সংকটের ফলে বাধ্য হয়েই ঝুঁকি ও আতঙ্কের মধ্যেই এসব যানবাহনে স্ব-স্ব গন্তব্যস্থলে পৌঁছান বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। আর এ সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। এসব কারণে চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।

অপর দিকে বিএনপির ডাকা হরতাল অবরোধে স্কুল-কলেজ, দোকানপাটসহ বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানে তেমন কোনো প্রভাব পড়েনি। কিন্তু রাজনীতির নামে এসব হরতাল-অবরোধ, জ্বালাও পোড়াও, সহিষুতা চান না সাধারণ মানুষ। তবে নাশকতা ঠেকাতে ওই মহাসড়কসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, হরতাল-অবরোধে দুরপাল্লার বাস না চললেও মহাসড়কে স্থানীয় যানবাহন চলাচল করে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, নাশকতার প্রস্তুতিকালে বিএনপির ৮জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে নাশকতাকারীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক দেশতথ্য//এইচ//