মনোনয়ন বাতিল চেয়ে চাচার সংবাদ সম্মেলন
শেখ জাহাঙ্গীর আলম শাহীন,লালমনিরহাট।।
লালমনিরহাট- দুই (কালীগঞ্জ, আদিতমারী) সংসদীয় আসনের এমপি নূরুজ্জামান আহমেদের পুত্র রাকিবুজ্জামান আহমেদ হলফনামায় তথ্য গোপন করে জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন। তার মনোনয়ন পত্র বাতিলের দাবিতে আপন চাচা কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় লালমনিরহাট শহরের নর্থ কিং চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে দেশের প্রায় সকল টিভি ও সংবাদ মাধ্যমের কর্মীগণ এবং কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের অন্যান্য নেতৃবৃন্দ গণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তব্যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী মাহবুবুজ্জামান আহমেদ বলেন, কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুজ্জামান আহমেদ তার দাখিলী হলফনামায় তথ্য গোপন করেছেন। তাই তিনি তার মনোনয়ন পত্র বাতিলের দাবি জানান ।
সাবেক সমাজ কল্যাণমন্ত্রীর ও বর্তমান এমপির পুত্র রাকিবুজ্জামান আহমেদ নির্বাচনী হলফনামায় ২০১৩ এর ১৭ এর নির্বাচনী বিধি উপবিধি (৩) এর দফা (ঙ) অনুসারে এর সমর্থনে জমি ক্রয়ের দলিল এবং সরকারী বেতন উত্তোলণ গোপন করে তথ্য গোপন করেছেন। যাহা পরিপত্র (৭) এর ৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
মনোনয়ন বাতিল চেয়ে দাখিলকৃত প্রমান ও তথ্যাদি অনুসারে প্রার্থী রাকিবুজ্জামান আহমেদের মোট জমির পরিমাণ ৪২.২৩ একর কিন্তু তন্মধ্যে প্রার্থী মাত্র ১৬.৬৫ একর জমির বিবরণ উল্লেখ করেছেন। অবশিষ্ট ২৫.৫৮ একর জমি যাহার মূল্য ১,৪৬,৮৫,০০০/-(এক কোটি ছেচল্লিশ লক্ষ পচাঁশি হাজার) টাকা, যাহা প্রার্থী তাহার দাখিলকৃত হলফনামায় উল্লেখ করেন নাই। প্রার্থী স্বয়ং জ্ঞাত সারে তথ্য গোপন করেছেন ।
এমপি পুত্র একটি সরকারি কলেজে অধ্যাপনা করেন। সেখান হতে এক বছরে সরকারী কলেজের প্রভাষক পদে প্রাপ্ত বেতন বাবদ ৩,৩৪,৩২৪/-(তিন লক্ষ চৌত্রিশ হাজার তিনশত চব্বিশ) টাকা উত্তোলন করেছেন কিন্তু প্রার্থী তাহা হলফনামায় উল্লেখ করেন নাই।
প্রার্থী জ্ঞাত সারে দাখিলী হলফ নামায় তথ্য গোপন করেছেন। যাহা নির্বাচনী বিধি মালা ২০১৩ (১৭) এর বিধি উপবিধি ৩ এর ধারা মোতাবেক সুনির্দিষ্ট অপরাধ। যাহার ফলে প্রার্থীর দাখিলী মনোনয়ন পত্র বাতিল হইবে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন। পিতার রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে প্রার্থী হয়ে নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার করতে পারেন।
উল্লেখ্য যে, ৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় পর্যায়ের সাধারণ নির্বাচনে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভোট হবে আগামী ২১ মে। এই নির্বাচনে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- এমপি পুত্র রাকিবুজ্জামান আহমেদ, এমপির ছোট ভাই মাহবুবুজ্জামান আহমেদ ( বর্তমান চেয়ারম্যান) ও মোঃ তারিকুল ইসলাম তুষার। এই তিন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন।
বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ ও রাকিবুজ্জামান আহমেদ আপন চাচা ভাতিজা। তারা সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও বর্তমান এমপি নূরুজ্জামান আহমেদের আপন ভাই ও পুত্র।
এবি//দৈনিক দেশতথ্য//২৩ এপ্রিল, ২০২৪//

Discussion about this post