Print Date & Time : 12 September 2025 Friday 8:32 pm

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কামারাইল গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আল আমিন হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু আল আমিন হোসেন উপজেলার কামারাইল গ্রামের আরমান হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার সকালের দিকে বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিলেন। শিশু আল আমিন হোসেন ঘরের মধ্যে ঘুড়ি ওড়ানোর জন্য সুতা আনতে যায়। এ সময় বৈদ্যুতিক তারে স্পর্শ করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আল আমিনকে ডাকাডাকি করেও পাওয়া যায় না। পরে ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তানভীর রহমান জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে মারা যায়। শিশুটির গায়ে পোড়া দাগের চিহ্ন রয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৮ জুন ২০২৩