Print Date & Time : 4 July 2025 Friday 7:27 pm

কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে শফি মিয়া (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার দুলালমুন্দিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হড়রা গ্রামের গোলাম সরওয়ারের ছেলে। আহত হয়েছে মোহাম্মদ উলফাত (৪০) নামের আরও এক ব্যবসায়ী।

বারোবাজার হাইওয়ে থানার ওসি মহসীন হোসেন জানান, সকালে গ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে ওই দুই ব্যবসায়ী যশোর যাচ্ছিলো। পথে কালীগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া নামক স্থানে পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে দুইজন গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শফি মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত উলফাতকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।