Print Date & Time : 4 July 2025 Friday 5:09 pm

কাশিমনগর-রামনগর সড়ক উন্নয়নের কাজ শুরু হচ্ছে

শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি॥অবশেষে শিঘ্রই শুরু হচ্ছে পাইকগাছার কপিলমুনির কাশিমনগর-মানিকতলা বিসি সড়ক উন্নয়নের কাজ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধিনে আইআরআইডিপি প্রকল্প-৩ এর আওতায় ১ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার ৪৩৬ টাকা ব্যায় বরাদ্দে কাজটি পেয়েছেন পাইকগাছার রুহুল কুদ্দুস খাঁন এর মালিকানাধীন মেসার্স রুহুল কুদ্দুস খাঁন।

এদিকে জনগুরুত্বপূর্ণ সড়কের কাশিমনগর বাজার থেকে কদমতলা পর্যন্ত সড়কের মূল অংশটুকু প্রকল্পের প্রথম ধাপে বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এসময় তাদেরকে কেন কি উদ্দেশ্যে সড়কের মূল অংশ বাদ রেখে প্রকল্প প্রনয়ন হয়েছে তা নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে।

এলজিইডি পাইকগাছা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, প্রথম ধাপে সড়কের কাশিমনগর আমজেদের দোকান হতে রামনগর ভায়া ইয়াকুব এবং রাধা সাধুর বাড়ি পর্যন্ত চেইনেজ ১০০০-৩০০০ মিটার অংশটুকু বাস্তবায়ন হচ্ছে।

খুব শিঘ্রই খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) এমপি আক্তারুজ্জামান বাবু এর উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করবেন। এরআগে বৃহস্পতিবার সড়কটি পরিদর্শনে আসেন এলজিইডি পাইকগাছা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা জি,এম আব্দুর রাজ্জাক রাজু। স্থানীয় নবাগত ওয়ার্ড সদস্য অজিয়ার মোড়ল, কার্য্য-সহকারী মো: কপিল উদ্দিনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।