মুহাম্মদ রুমান দেওয়ান, নারায়ণগঞ্জ: সরকারের পতনের পর দিন ৬ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ করে ২০৩ জন বন্দি পালিয়ে যায় এবং বুলেট ইনজুরিতে ৬ জন বন্দি মারা যায়।
গতকাল র্যাব-১১ এর একটি দল ওই সময়ে পলাতক যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রাপ্ত আসামি মো. হারুনকে সিদ্ধিরগঞ্জের আদমজী নগরের কদমতলী এলাকা থেকে গ্রেফতার করে।
আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর প্রধান কার্যালয় থেকে মিডিয়া কর্মকর্তা ও এএসপি সনদ বড়ুয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
মিডিয়া কর্মকর্তা জানান, ২০১৯ সালের মে মাসে ডিএমপি, ঢাকার রমনা থানা অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। ঢাকার বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ ১৪ নভেম্বর ২০২৩ তারিখে তাকে যাবজ্জীবন কারাদন্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। আসামিকে প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং পরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। হারুন কদমতলী বড় পুকুরপাড় (মধ্যপাড়া) এলাকার মৃত রমজান আলীর ছেলে।
প্রিন্ট করুন
Discussion about this post