তৃতীয় বারের মত জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হারুন-অর-রশিদ।
এবার প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য জেলা প্রশাসন কর্তৃক তাঁকে জেলার শ্রেষ্ঠ ইউএনও ঘোষণা করা হয়।
এর আগে ২০২২ সালেও তিনি একই ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়ে প্রাথমিক শিক্ষা পদক লাভ করেছিলেন। এছাড়া তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধনেও জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
সূত্র জানায়, জেলায় প্রাথমিক শিক্ষা পদকের শ্রেষ্ঠ কাব শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা এবং শ্রেষ্ঠ বিদ্যালয় ক্যাটাগরিতেও অষ্টগ্রাম উপজেলা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক হাটখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া খাতুন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দোলনা রানী সরকার ও শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে পশ্চিম আব্দুল্লাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে।
উল্লেখ্য যে, উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদ অষ্টগ্রামে যোগদানের পর থেকেই প্রাথমিক শিক্ষায় বিভিন্ন ধরনের পরিবর্তন এনেছেন। ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ঝড়ে পড়া শিক্ষার্থীদের হার মাত্র ৪%এ উন্নীত হয়েছে, যা পূর্বে ছিল ১০% এরও বেশি। প্রাথমিক বিদ্যালয়ে গড় উপস্থিতির হার বেড়ে ৯৬%এ উন্নীত হয়েছে। যা ইতিপূর্বে অনেক কম ছিল। মো. হারুন-অর-রশিদ ২০২২ সালের ২ মার্চ অষ্টগ্রামে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি দূর্গম হাওরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন, সকল বিদ্যালয়ে বৃক্ষ রোপন করেছেন, প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়নে বিভিন্ন সেমিনারের আয়োজন করেছেন, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নিজে ক্লাস নিয়েছেন এবং বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তাৎক্ষণিক সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে অষ্টগ্রামের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে একই দিনের একই সময়ে নিজের হাতের লেখা একটি চিঠি তুলে দেন। যা উপজেলার সকল মহলে আলোড়নের সৃষ্টি করেছিল। তাঁর নেতৃত্বে অষ্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে উপজেলা কাব ক্যাম্পুরী। যা ছিল অষ্টগ্রাম তথা কিশোরগঞ্জ জেলার ইতিহাসে সবচাইতে বর্ণিল ক্যাম্প। তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে নিজের মেয়েকে উপজেলার হাওর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করেছেন।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল হক খন্দকার এ প্রতিনিধিকে জানান, উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসনীয়। তাঁর এ অবদান প্রাথমিক শিক্ষা পরিবার তথা অষ্টগ্রামবাসী সারা জীবন মনে রাখবে।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post