Print Date & Time : 29 August 2025 Friday 8:17 pm

কিশোর গ্যাংয়ের হামলায় আহত শিক্ষার্থীর মৃত্যু

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী :

পটুয়াখালীর গলাচিপায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত জিসান ডাক (১৮) নামে এক কলেজছাত্র মৃত্যুবরণ করেছেন।

জিসান গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মশিউর রহমান নান্নু ডাক এর ছোট ছেলে। তিনি হাজী কেরামত আলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ শুক্রবার জিসান বাড়ি থেকে বটতলা বাজারে পায়ে হেঁটে যাচ্ছিলেন।

এ সময় কিশোর গ্যাংয়ের এক সদস্য রাস্তার ধুলাবালি উড়িয়ে দ্রুত মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। জিসান তাকে মোটরসাইকেল ধীরে চালাতে বলায় কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল চালক অন্য কিশোর গ্যাং সদস্যদের বটতলা বাজারে জড়ো হতে বলে।

জিসান বাজারে পৌঁছানো মাত্র বাপ্পি, মাহিন, জহিরুল, বেল্লাল, ইছাসহ কিশোর গ্যাং সদস্যরা জিসানকে কাঠের গুঁড়ি (লাকড়ি) দিয়ে এলোপাথাড়ি আঘাত করে।

স্থানীয়রা আহত জিসানকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করেন।

ঢাকায় চিকিৎসা শেষে জিসানকে মঙ্গলবার বাড়ি আনা হয়। বাড়িতে ৫-৬ ঘণ্টা অবস্থানের পর জিসান আবার অসুস্থ হয়ে পড়লে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদাউস আলম খান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//