শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের চরাঞ্চলের কৃষির উন্নয়নে শ্যালো মেশিন বিতরণ করা হয়েছে ।
বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ চত্বরে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলস (বাফলা) ব্রক্ষপুত্র ও ধরলা নদীর অববাহিকার ৩টি চরের ৩০ জন কৃষকের মাঝে এসব শ্যালো মেশিন বিতরণ করে ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কুড়িগ্রাম প্রতিনিধি শফিকুল হক পারু,সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, মেঠোজন সভাপতি ইউসুফ আলমগীর প্রমুখ ।
বিতরণ কালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন চরাঞ্চলের কৃষকরা অনেক পরিশ্রম করে ফসল আবাদ করে । বিশেষ করে সেচদিতে তাদের হিমশিম খেতে হয় এবিষয়টি উপলদ্ধি করে আমরা শ্যালো মেশিন বিতরণের উদ্যোগ নিয়েছি । যা চরাঞ্চলের কৃষকদের জন্য কাজে লাগবে ।

Discussion about this post