Print Date & Time : 25 August 2025 Monday 10:57 am

কুড়িগ্রামের ৩ উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ

কুড়িগ্রাম প্রতিনিধি : তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ৩ উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের স্বপ্নকুড়ি মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মোঃ পূবন আখতার পর্যায়ক্রমে ৩ উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

এসময় অন্যান্য কর্মকর্তাসহ প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। নির্বাচনে ভূরুঙ্গামারী উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন।
নাগেশ্বরী উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন। ফুলবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। আগামী ২৯ মে এ ৩টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান।

দৈনিক দেশতথ্য//এইচ//