Print Date & Time : 26 August 2025 Tuesday 8:06 pm

কুড়িগ্রামে আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহীন আহমেদ, কুড়িগ্রাম: সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে কেক কাটা,জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৮টায় কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বরে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পরে একটি বর্ণাঢ্য র‍্যালি সেখান থেকে বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার দলীয় কার্যালয়ে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় র‍্যালি শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান কেএম ওবায়দুর রহমান,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাষী এমএ করিম,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু,মহিলা আওয়ামী লীগের নেত্রী শাহনাজ বেগম নাজু,ফাল্গুনী তরফদার,আতাউর রহমান বিপ্লব প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এইচ//