কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যানের পুত্রকে ৮’শ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি কুড়িগ্রাম সদর উপজেলার ৯নং যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুরের কনিষ্ট পুত্র মো. ফরিদুল ইসলাম ফরহাদ।
কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মো. ফরিদুল ইসলাম ফরহাদ (২৫) নামের ওই যুবকের মটর সাইকেলের গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় তার কাছে ৮’শ পিচ ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।
ইয়াবা সহ পুত্র ফরিদুল ইসলাম ফরহাদকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর বলেন, ‘একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করে আমার ছেলেকে ধরিয়ে দিয়েছে। আমি যতটুকু শুনেছি পাশে একজন মেয়ের কাছে মূলত ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ কিন্তু মেয়েটিকে ছেড়ে দিয়ে আমার ছেলেকে গ্রেফতার করে।’
এ ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আইয়ুব আলী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ডিবির একটি চৌকষ টিম চেয়ারম্যান পুত্র ফরহাদের মটর সাইকেল তল্লাশি চালিয়ে ৮’শ পিস ইয়াবা উদ্ধার করে। বর্তমানে সে ডিবি হেফাজতে রয়েছে। ডিবি পুলিশ জানায় সে খুব ধুরন্ধর।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post