Print Date & Time : 15 September 2025 Monday 10:10 pm

কুড়িগ্রামে ইট ভাটা চালু রাখার দাবিতে মানববন্ধন

শাহীন আহমেদ, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে ইট ভাটা চালু রাখার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে ইট প্রস্তুতকারী মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার সকল ইট ভাটার মালিক ও শ্রমিকরা অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী ও ইট ভাটার মালিক খায়রুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স নিয়ে ঝিকঝাক ইট ভাটা পরিচালনা করে আসছি। কিন্তু ২০১৯ সালে সরকার ভাটাগুলোকে অবৈধ ঘোষণা করে। বর্তমানে আমরা নিয়ম মাফিক সকল কাগজপত্র জমা দিলেও লাইসেন্স দেয়া হচ্ছে না। এ পরিস্থিতিতে ভাটার মালিকদের ক্ষতি ও শ্রমিকদের কর্মসংস্থানের কথা চিন্তা করে চলতি মৌসুমে সকল ইট ভাটা বন্ধ না করে আগামী তিন মাস সময় দিয়ে ভাটা পরিচালনার সুযোগ দেয়ার দাবি জানান তারা।

পরে প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন ইট ভাটার মালিকরা।
উলেখ্যঃ কুড়িগ্রামের ৯ উপজেলায় ১০০টি ইট ভাটা রয়েছে।