Print Date & Time : 29 August 2025 Friday 8:29 am

কুড়িগ্রামে এবি পার্টির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়।

শাহীন আহমেদ, কুড়িগ্রাম : কুড়িগ্রামে নানা আয়োজনে এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার দুপুরে দলের অস্থায়ি কায্যালয় শহরের সবুজপাড়া থেকে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদোক্ষিণ করে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয় । পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।

এতে বক্তব্য রাখেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিষ্টার জুবায়ের আহম্মেদ ভুঁইয়া, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার আব্দুল হক সানি, আব্দুল বাসেত মারজান, রংপুর বিভাগীও সহঃ সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দীক , কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক ডাঃ নজরুল ইসলাম, সদস্য সচিব আরিফুজ্জামান সাগর প্রমুখ।

সমাবেশে আগামীদিনে দলের করনিয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন । সেইসাথে আগামী নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহবান জানানো হয়।

অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।