Print Date & Time : 25 August 2025 Monday 5:42 am

কুড়িগ্রামে ওলামা লীগের নেতা গ্রেপ্তার

শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলা আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক ও উলিপুর বহুমুখী আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা গেটের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শফিকুর রহমান উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়।
এই ঘটনার পর গত ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিল্লুর রহমান বলেন, বৈষম্যবি‌রোধী আন্দোল‌নে ছাত্রদের হামলা ও মারধরের মামলায় তা‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।