Print Date & Time : 17 July 2025 Thursday 7:50 am

কুড়িগ্রামে জাতীয় পাট দিবস উপলক্ষে সভা

শাহীন আহমেদ, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, কুড়িগ্রামের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় পাট অধিদপ্তর কুড়িগ্রামের কর্মকর্তা আব্দুল আউয়ালের সঞ্চালনা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ অফিসার ড. মোঃ মামুনুর রহমান, পাট অধিদপ্তর কুড়িগ্রামের মুখ্য পরিদর্শক নওসের আজাদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, মাই টিভি’র প্রতিনিধি আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম টেক্সটাইল মিলের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, বিএডিসি কুড়িগ্রামের প্রশাসনিক কর্মকর্তা পাপিয়া আক্তার, বিশিষ্ট পাট ব্যবসায়ী আব্দুল আলীম চাঁদ, সিদ্দিকুর রহমান, পাটচাষি মুকুল মিয়া, নুরল হক, মোজাফফর হোসেন, পাটজাত পণ্য উৎপাদনকারী উদ্যোক্তা আফরোজা বেগম প্রমুখ।

এসময় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত পাটচাষি, পাট ব্যবসায়ী, পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের উদ্যোক্তা, উপস্থিত ছিলেন।