Print Date & Time : 2 July 2025 Wednesday 12:13 pm

কুড়িগ্রামে জাতীয় সমাজসেবা দিবস পালিত

শাহীন আহমেদ, কুড়িগ্রাম
“নেই পাশে কেউ যার সমাজ সেবা আছে তার” এই প্রতিপাদ্যকে ধারন করে কুড়িগ্রামে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৫ পালন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে শোভাযাত্রা কল্যানরাষ্ট্র গঠন বিষয়ক মুক্ত আড্ডা ও প্রতিবন্ধিদের মাঝে সহায়ক উপকরণ বিতরন করা হয়।
বৃহস্পতিবার ২ জানুয়ারি দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্ন কুঁড়ি হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মুক্ত আড্ডা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম বেবু,জেলা জামাতের আমীর আব্দুল মতিন ফারকী,সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মুহা. হুমায়ুন কবির প্রমুখ।

এসময় সমাজ সেবা অধিদপ্তর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ নুর আলমের স্ত্রীর হাতে রেখে যাওয়া শিশু সন্তানের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা তুলে দেয়া হয়।