Print Date & Time : 27 August 2025 Wednesday 3:57 am

কুড়িগ্রামে দু’মণ গাঁজাসহ প্রাইভেটকার আটক

শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রায় দু মণ গাঁজাসহ একটি প্রাইভেটকার আটক করেছে ।

গাঁজাসহ প্রাইভেটকার আটক করলেও মাদককারবারী পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার ২১জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সহকারী পুলিশ সুপার নাগেশ্বরী সার্কেল মাসুদ ও নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপ কুমার সরকারের নেতৃত্বে পুলিশে একটি দল।
এসময় নাগেশ্বরী পৌরসভাধীন কলেজ মোড়ে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ।

তল্লাশির এক পর্যায় একটি প্রাইভেট কারটি ঘটনাস্থানে পুলিশের উপস্থিতি টের পেয়ে চেকপোস্টের অনেকটা দূরে গাড়ি থামিয়ে কৌশলে পালিয়ে যায়। পরবর্তিতে নাগেশ্বরী থানা পুলিশ প্রাইভেটকারটি আটক করে। এসময় কারের ভেতর তল্লাশি চালিয়ে ৭৭ কেজি গাঁজা জব্দ করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এর সাথে যারা জড়িত আছে তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

দৈনিক দেশতথ্য//এইচ//