Print Date & Time : 13 March 2025 Thursday 11:54 pm

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক সমাজের আহ্বায়ক কমিটি গঠন

শাহীন আহমেদ, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের মোঃ হোসাইন আহমেদ হিজল কে আহবায়ক এবং মোঃ এমারুল হক টুটুল কে সদস্য সচিব করে আগামী তিন মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন কেন্দ্রীয় কমিটি।

গতকাল রাতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শাহিনুর আল আমিন এবং সাধারণ সম্পাদক সম্পাদক মোঃ ইলিয়াস হোসাইন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেন।

কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ হোসাইন আহমেদ হিজল ও সদস্য সচিব মোঃ এমারুল হক টুটুলসহ ৬১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হলো।অনুমোদনের তারিখ হতে পরবর্তী তিন মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে প্রেরণ করতে হবে।

নব গঠিত আহবায়ক কমিটি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মেনে সকল শিক্ষকের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।