Print Date & Time : 22 August 2025 Friday 4:34 pm

কুড়িগ্রামে প্রাথমিক সহকারি শিক্ষকদের মতবিনিময় সভা

শাহীন আহমেদ, কুড়িগ্রাম: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত ও বন্যা কবলিতদের মঙ্গল কামনার্থে দোয়া কামনা ও মতবিনিময় সভা আয়োজন করা হয়।

রবিবার (২৫ আগস্ট) সকালে কুড়িগ্রাম পিটিআই হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সহকারি শিক্ষক এহসানুল আলম আনসারী সায়েমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আব্দুল মমিন, পলাশ, মতিয়ার, মাসুদ কামাল, এমদাদ, রানা,আরিফুর রহমান রুবেল, ইমারুল, আলম ,বড় মিঠু, ছোট মিঠু, ফরহাদ, কল্লোল, জুয়েল, তাজিনুর মোস্তারী, রবিউল, নূর মোহাম্মদ, তারিকুল, মিনহাজুল প্রমুখ। এসময় প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষাঙ্গণে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আহত ও বন্যা কবলিত মানুষের পাশে আর্থিক সহযোগিতার জন্য একটি রোড ম্যাপ তৈরি করা হয়েছে। সেই দিক নির্দেশনা অনুযায়ী আগামিতে কাজ করা হবে।