শাহীন আহমেদ, কুড়িগ্রাম:
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিন শতাধিক রােগীকে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়েছে।সােমবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যাগে রাজারহাট উপজেলা সম্তবিত স্বাস্য কেদ্রে অসহায় ও দরিদ্র জনগােষ্ঠীর মাঝে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
এ সময় উপস্তিত ছিলেন, রাজারহাট উপজলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুনুর মােহাম্মদ আক্তারুজ্জামান, আশার কুড়িগ্রাম সিনিয়র ডিসট্রিক্ট ম্যানেজার মাে: রফিকুল ইসলাম, রাজারহাট ব্রাঞ্চের রিজিওনাল ম্যানেজার মােঃ আব্দুল আউয়াল, রাজারহাট সম্বিত স্বাস্য কেদ্রের চিকিৎসক ডা: সুয়জ এলবার্ট মারান্ডী, ক্লিনিক্যাল ফিজিওথরাপিস্ট ডা: কে এম কােরবান আলীসহ আরাে ১৪ জন সহযাগী স্বাস্যকর্মী।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত রােগীকে বিনামূল্য ডায়াবটিকস পরিক্ষা, রক্তচাপ পরিমাপ, ফিজিওথরাপি সেবা, পরামর্শসহ ঔষধ প্রদান করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post