Print Date & Time : 31 July 2025 Thursday 10:21 pm

কুড়িগ্রামে বাজার মনিটরিং নিয়ে প্রস্তুতি সভা

শাহীন আহমেদ, কুড়িগ্রাম:
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামে বাজার মনিটরিং নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েে।

৩ মার্চ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে সভায় উপস্তিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মীর্জা মোঃ নাসির উদ্দীন, সেনা ক্যাম্প কুড়িগ্রাম এর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টন সাফায়ত হােসেন, ডিপুটি সিভিল সার্জন ডাঃ মাহাইমনুল রহমান, জেলা বিএনপির আহবায়ক মোঃ মােস্তাফিজার রহমান, চেম্বার অ্যান্ড কমার্স এর সভাপতি আব্দুল আজিজসহ জেলার অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাবৃন্দ।

সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান, বাজারে কােনাে ধরণের কারচুপি, অতিরিক্ত মূল্য আদায়, কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযােগ প্রমাণিত হলে ব্যবসায়ীদের আর্থিক জরিমানা ছাড়াও কারাদন্ড প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোনো মূল্য বাজার স্থিথিতিশিল রাখা হবে।

তিনি আরও জানান, তিনমাস আগ থেকে বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। সারা জেলার সর্বত্র দ্রব্যমূল্য নিয়ন্তন মনিটরিং হচ্ছে। কােথাও অসঙ্গতি দেখা দিলে প্রয়ােজনে মােবাইল কাের্ট পরিচালনা করা হবে সভায় রমজান উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট বি.এম কুদরত-এ-খুদাকে সভাপতি করে সরকারি কর্মকর্তা, রাজনৌতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বাজার কমিটির প্রতিনিধিদের নিয়ে ১১ সদস্য বিশিষ্ট আলাদা একটি বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়।
এ সময় বাজার নিয়ন্তন রাখতে উপস্তিত সকল নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।