শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম ৩ (উলিপুর উপজেলা) সংসদীয় আসনে বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগষ্ট শনিবার বিকাল ৫ টায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ঠাকুরবাড়ি ইন্দারার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খামশ্রেণী ইউনিয়ন শাখা উলিপুর কুড়িগ্রাম এর আয়োজনে, উদ্বোধন অনুষ্ঠানে ধামশ্রেণী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক(রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কৃতি সন্তান জননেতা মোঃ আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়া বুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উলিপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল। অনন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,হামিদুর রহমান টিপু,আবুজাফর সোহেল রানা, ফিরোজ কবির কাজল,আবুল কালাম আজাদ শাহীন, শামীম আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল খালেক বলেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমাদের সামনের দিকে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে এবং তরুণ প্রজন্মের জনপ্রিয় রাজনীতিকবিদ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন এটা বাস্তবায়ন করতে হবে এবং আমাদের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তাহলে দেশ ও জাতির মঙ্গল হবে। বিএনপি’র এই সদস্য সংগ্রহ শুধু কাগজ কলমের সীমাবদ্ধ থাকলে চলবে না। মানুষের হৃদয়ে বিএনপি’র বার্তা পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমান হাতকে শক্তিশালী করতে হবে।