Print Date & Time : 12 July 2025 Saturday 6:58 am

কুড়িগ্রামে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কুড়িগ্রাম জেলা প্রশাসক চত্বরের সামনে স্বাধীনতা শিক্ষক পরিষদের ব্যানারে ৮ দফা দাবী নিয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার

সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা, সাধারণ সম্পাদক সহ-অধ্যাপক

এস.এম সালাহউদ্দিন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক আয়নাল কবীর,

শিক্ষক নেতা মামুন সেলিম, গোলাম আজম, তাসাদ্দুক হোসেন তাপস

প্রমুখ। বক্তারা বলেন, ঐতিহাসিক মুজিববর্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের

মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন সার্বজনিন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা

বাস্ত্মবায়ন করা হোক। করোনাকালিন সময়ে নিত্য প্রয়োজনীয়

দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় শিক্ষকরা  তাদের বেতনের সাথে সমন্বয় করে

চলতে পারছেন না। পরে শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ৮দফা দাবি

পুরণের লক্ষে একটি স্মারকলিপি জেলা প্রশাসনের মাধ্যমে মাননীয়

প্রধানমন্ত্রী বরাবর প্রেরন করেন শিক্ষক নেতারা। 

দৈনিক দেশতথ্য//এল//