Print Date & Time : 26 August 2025 Tuesday 4:59 am

কুড়িগ্রামে শীতার্তদের মাঝে দেশবন্ধু গ্রুপের কম্বল বিতরণ

শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামে শীতার্ত মানুষের মাঝে দেশবন্ধু গ্রুপের পক্ষে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

(২১ জানুয়ারী) মঙ্গলবার সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে জেলার হত দরিদ্র ২ শতাধিক মানুষের এ কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক প্রথম আলোর শফি খান,প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ, টেলিভিশন সাংবাদিক ফোরামের আহবায়ক ইউনুস আলী,এনটিভির প্রতিনিধি হাসিবুর রহমান,শফিকুল আযম সহকারী ম্যানেজার মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, আসাদুল ইসলাম সহকারী প্রকৈশলী,দেশবন্ধু গ্রুপ,ইত্তেফাক প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন, সময়ের আলোর তৈহিদুল ইসলাম ঠান্ডা,মানব জমিন প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, স্থানীয় দৈনিক জাগো বাহের সম্পাদক ও প্রকাশক রেজাউল করিম, ডিবিসি প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তুহিন,নয়া দিগন্তের প্রতিনিধি রেজাউল করিম রেজা,ভোরের পাতার প্রতিনিধি ফিরোজ আলম মনু,যমুনা টেলিভিশনের প্রতিনিধি নাজমুল হোসেন এবং বাংলাদেশ মেইলের টুয়েন্টি ফোরের প্রতিনিধি শাহীন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এর পড় কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের খাসের চড় ও আইরমারির চড়ে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে দেশবন্ধু গ্রুপের কম্বল বিতরণ করা হয়েছে।