শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় দুঃস্থ ও ছিন্নমূল ২ শত মানুষের মাঝে দুপুর ১২ ঘটিকায় রায়পুর কাঁঠালবাড়ি এছহাকিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেড ইউনিটের ২২ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গালিব বিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মুহতামিম আলভী, ক্যাপ্টেন দাউদ-উজ -জামান আরাফাত।
প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল গালিব বিন আহমেদ জানান বাংলাদেশ সেনাবাহিনী এদেশের মানুষের কল্যাণের জন্য সব সময় পাশে আছে ভবিষ্যতেও থাকবে।
কাঁঠালবাড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের তালুক কালোয়া গ্রামের সফর উদ্দিন কম্বল পেয়ে অত্যন্ত খুশি।
এসময় ৮ নং ওয়ার্ডের হরিশ্বর গ্রামের দোঁলচাঁন বলেন হামাক এবার ঠান্ডায় কেউ কম্বল দেয় নাই কিন্তুু এবার সেনাবাহিনী মোক কম্বল দিছে মুই খুব খুশি।
একই ওয়ার্ডের রায়পুর গ্রামের জেলে মন্টু দাস কম্বল পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য মন খুলে দোয়া করেন।

Discussion about this post