Print Date & Time : 13 March 2025 Thursday 11:26 am

কুড়িগ্রামে স্থায়ী বাঁধ ও নদী ভাঙ্গন রোধে মানববন্ধন

শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামে স্থায়ী বাঁধ নির্মাণ ও নদী ভাঙ্গন রোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারী) দুপুরে কুড়িগ্রাম সদর উপজলার যাত্রাপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার ব্রহ্মপুত্র নদীর তীরে নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত শত শত নারী পুরুষ ও এলাকাবাসী  এই মানববন্ধনে অংশ গ্রহন করে।

এতে বক্তব্য রাখেন যাত্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুর আলী সরকার, সাবেক ইউপি সদস্য আব্দুল আউয়াল, সাবেক ব্যাংক কর্মকর্তা শামসুল ইসলাম, আব্দুর রহমান লবু, রহিমা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, আমরা গত একবছর যাবৎ নদী ভাঙ্গন রোধে বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো সুফল পাইনি। ঘোগাদাহ ও যাত্রাপুর ইউনিয়নের কয়েকটি স্কুল, মাদ্রাসা, মসজিদসহ ৫শতাধিক বাড়িঘর ভাঙ্গণের মুখে পড়ছে। এছাড়া শুস্ক মৌসুমে ভাঙ্গন অব্যহত রয়েছে। ভাঙ্গন কবলিত এলাকাবাসীর দাবী পানি উন্নয়ন বোর্ডের  উদ্ধর্তন  কর্মকর্তারা দ্রুত ভাঙ্গন এলাকা পরির্দশন করে নদী ভাঙ্গন রোধে  ব্যবস্থা গ্রহণ  করার আহবান জানান ভুক্তভুগী এলাকাবাসীরা।

এবি//দৈনিক দেশতথ্য //জানুয়ারী ২৯,২০২৫//