জাহিদ হাসান, ভেড়ামারা, কুষ্টিয়া: দৌলতপুরের আল্লারদর্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন এক ভুক্তভোগী নারী। দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের অসহায় নারী ফুলঝুরি খাতুন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কুপ্রস্তাত দিয়ে আসছেন টিপু নামের এক ব্যাক্তি। তাতে রাজি না হওয়ায় বাড়ি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে টিপু। টিপু এলাকার প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কিছু বলা যায় না। থানায় অভিযোগ করেও কোন সুফল পাচ্ছেন না ।
গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ঐ নারী। অভিযুক্ত টিপু মালিথা উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের নারায়ণপুর গ্রামের জালাল মালিথার ছেলে।
ওই নারী জানান, অভিযুক্ত টিপু মালিথা প্রায় তাকে মুঠো ফোনে কুপ্রস্তাব দিয়ে থাকে এবং তার পোশাক ব্লেড দিয়ে কেটে দেয়। সেই প্রেক্ষিতে গত ২০ ডিসেম্বর রাতে কুপ্রস্তাব দেয়। যদি তার কুপ্রস্তাবে রাজি না হওয়া তাহলে তাকে সহ ঘরবাড়ি পুড়িয়ে দেবে বলে হুমকি দেয়। তারপর রাজি না হওয়ায় গত ২০ ডিসেম্বর রাতে সাড়ে ১১টায় এসে সে সহ ৪/৫ জন বসতবাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন ফুলঝুরি খাতুন ।
এলাকাবাসীর সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার পরের দিন থানায় লিখিত অভিযোগ করেন অসহায় নারী। সুষ্ঠ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা ও তার প্রাণের নিরাপত্তা ও চান প্রশাসনের কাছে তিন বিষয়টি আইন শৃংখলা বাহিনী দৃষ্টি আর্কষণ করতে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলন।
সোহাগ//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৫, ২০২৩//