Print Date & Time : 25 August 2025 Monday 2:01 am

কুমারখালীতে অস্ত্রসহ গ্রেফতার ৩

কুমারখালী প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে দস্যুতা প্রস্তুতিকালে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি মো. সোলায়মান শেখ।

আসামিরা হলেন – উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বজরুক বাঁখই গ্রামের অহিদের ছেলে এস এম সুমন (৩৫) ও কাশেম আলীর ছেলে তাজেম আলী (৩৮) এবং জগন্নাথপুর ইউনিয়নের বাঁখই মহব্বত গ্রামের জিকু প্রামাণিকের ছেলে ফয়সাল হোসেন (১৯)।

পুলিশ জানায়, গত বুধবার সন্ধায় চাইনিস কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের কালুরমোড়ে দস্যুতার প্রস্তুতি নিচ্ছে কয়েকজন।
এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌছে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়।
পরে রাত ১২ টার পরে আটককৃতদের বিরুদ্ধ দস্যুতা প্রস্তুতি আইনে মামলা করা হয়। আজ বৃহস্পতিবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে দস্যুতা প্রস্তুতিকালে দশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপরাধ স্বীকার করেছেন।